আজকাল ওয়েবডেস্ক: শীতকালীন অধিবেশন জুড়ে সাসপেনশন বিরোধী সাংসদদের। সোমবার একসঙ্গে ৩৪ সাংসদকে সাসপেন্ড করা হয় লোকসভা থেকে। তার আগে রাজ্যসভার সাংসদ ডেরেক ও" ব্রায়েনকে সাস্পেন্ড করা হয়েছিল সমগ্র শীতকালীন অধিবেশন থেকে। সোমবার তাঁর সাসপেনশনের প্রত্যাহারের আর্জি জানান কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে। সংসদে হামলার পরের দিন ডেরেককে সাসপেন্ড করা হয়। সেকথা উল্লেখ করে আর খাড়গে বলেন, সংসদের হামলার পর উদ্বিগ্ন সাংসদ রাজ্যসভায় বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। নিজের আর্জি জানিয়ে ধনখড়কে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা। অন্যদিকে সোমবারেও সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদের দুই কক্ষ। সোমবার বিকেলে জানা যায়, ৩৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ছাড়াও এই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডিএমকে নেতা টিআর বালু, দয়ানিধি মারান। ৩৪ জনের মধ্যে ৩১ সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। লোকসভার স্পিকারের পোডিয়ামে উঠে স্লোগান দেওয়ার কারণে সাসপেন্ড করা হয়েছে কে জয়াকুমার, বিজয় বসন্ত এবং আব্দুল খালিককে। প্রিভিলেজ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে এই তিন সাংসদকে।